প্রকাশিত: Sat, Dec 9, 2023 6:59 PM আপডেট: Sun, Jan 25, 2026 10:11 PM
[১] দাউদকান্দিতে হানদার মুক্ত দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত
হোসাইন মোহাম্মদ দিদার (দাউদকান্দি) কুমিল্লা: [২] ১৯৭১ সালের এইদিনে পাক হানাদার মুক্ত হয়েছিল কুমিল্লা জেলার উত্তরের শেষ উপজেলা দাউদকান্দি। দিবসটি উপলক্ষে প্রতিবছর আলোচনা সভা ও র্যালি করা হয়।
[৩] শনিবার দুপুর ১২টায় উপজেলার মুক্তিযোদ্ধা
কমপক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
[৪] এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— স্থানীয় সাংসদ ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূইয়া।
[৫] উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মুক্তিযুদ্ধা
সংসদের প্রশাসক মো. মহিনুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— উপজেলা চেয়ারম্যান মেজর অব. মোহাম্মদ আলী, ভাইস-চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন, মডেল থানা অফিসার ইনচার্জ(ওসি) মো. মোজাম্মেল হক, মুক্তযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খোরেশদ আলম, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেনসহ উপজেলার মুক্তিযোদ্ধারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন— বীর মুক্তিযোদ্ধা
লিয়াকত আলী খান।